সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উত্তর বিভাগের জালালাবাদ থানার জন্য দুটি পিকআপ ভ্যান এবং দক্ষিণ বিভাগের মোগলাবাজার থানার জন্য একটি পিকআপ ভ্যান দেওয়া হয়েছে।
এসএমপির সদর দপ্তরে কমিশনার মো. নিশারুল আরিফ গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ওই গাড়ি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মো. শামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী পিপিএম বার, সহকারী পুলিশ কমিশনার জালালাবাদ থানা সাহিদুর রহমান, ওসি মোগলাবাজার থানা মো. শামসুদ্দোহা পিপিএম ও ওসিএমটি এসআই মো. আশিকুর রহমান দেওয়ান।