সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। কোতোয়ালি মডেল থানার মহাজনপট্টি এলাকায় ১ এপ্রিল সন্ধ্যায় ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. ইব্রাহিম ওরফে ইবু (২০)। তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
এসএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সিলেট কোতোয়ালি মডেল থানার মহাজনপট্টি এলাকায় ১ এপ্রিল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ইয়াবাসহ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, সিলেট শহরের কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা পাইকারি দরে কিনে তিনি ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।