সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানাধীন সোবহানীঘাট এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আনোয়ার হোসেন (৪৭) নগরের শাহ পরান থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, সিলেটের কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে নগরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।