সিলেট মহানগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল অভিযান চালিয়েছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই টহল অভিযান চালানো হয়।
এপিবিএন জানায়, নগরের বিভিন্ন মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ টহল দেওয়া হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।