পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: পুলিশ নিউজ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ১০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে কোতোয়ালি মডেল থানা এলাকার বন্দরবাজারের একটি রেস্টুরেন্ট থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. খোকন মিয়া (২২) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সিলেট শহরের কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা কিনে বন্দরবাজারসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন আসামি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে