সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার অভিযানে ১৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. জাহেদ মিয়ার (৩৮) বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকায়।
মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) চন্দ্রশেখর বড়ুয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।