সিলেট নগরীতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (র.) থানা এলাকা থেকে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. নুরুল ইসলাম (৭০)। তাঁর কাছ থেকে এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
৭ এপিবিএন, লালাবাজার, সিলেট জানায়, ৭ এপিবিএনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর দিবাগত রাত পৌনে ৩টার দিকে এসএমপির শাহ পরান (র.) থানার বটেশ্বর বাজার পিউলি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে এক বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে শাহ পরান (র.) থানায় মামলা হয়েছে।