সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৪টি ইয়াবা বড়িসহ একজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা প্রভা ফ্যাক্টরির কাছে মীম টেলিকম নামের দোকানের সামনে থেকে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুমন মিয়া (৩৩)। তাঁর বাড়ি নেত্রকোনার সান্দিকোনা এলাকায়।
সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।