মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আয়লাফ আহমদ। ছবি: পুলিশ নিউজ

সিলেট জেলা পুলিশের তৎপরতায় সঠিক সময়ে আদালতে সাক্ষী হাজির এবং থানা পুলিশের সুষ্ঠু তদন্তের ফলে মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জেলার গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় সোমবার আসামি আয়লাফ আহমদকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আয়লাফ আহমদের বসতঘর থেকে দুই লাখ ২৮ হাজার টাকাসহ ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৭৭৫টি ইয়াবা বড়ি জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ মামলায় পুলিশ সুপারের নির্দেশনায় নতুন করে সাক্ষী সেল গঠন করার মাধ্যমে সাক্ষীদের নিয়মিত হাজির করার মাধ্যমে আদালতে বিচারকার্য ত্বরান্বিত করা হয়।

সুষ্ঠু তদন্ত, আসামি গ্রেপ্তার ও আসামিদের আদালতে হাজির করার মাধ্যমে আদালতের বিচারকার্য পরিচালনায় জেলা পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।