সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জালালাবাদ থানাধীন এলাকায় ১০০ খামারীকে গৃহপালিত পশুর খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সার্বিক দিক- নির্দেশনায় জালালাবাদ থানা এলাকার সাম্প্রতিক বন্যায় দুর্দশাগ্রস্ত ও অসহায় ১০০ খামারির মধ্যে গৃহপালিত গবাদিপশুর খাবার বিতরণ করা হয়।
খামারিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।