
সিলেটের দুই থানা এলাকায় যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
কোতোয়ালি ও জালালাবাদ থানার নয়াসড়ক, মীরের ময়দান ও মদিনা মার্কেট এলাকায় বুধবার দুপুর সোয়া ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালায় ৭ এপিবিএন ও সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে চার দোকানমালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।