সিলেট জেলায় কর্মরত যেসব পুলিশ (নন-পুলিশ) সদস্যদের মেধাবী সন্তান ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার সকল বিষয়ে A+ পেয়েছে, গতকাল সোমবার তাদের হাতে ক্রেস্ট, সম্মানীর টাকা ও সার্টিফিকেট তুলে দিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এসএসসি পরীক্ষায় সব বিষয়ে A+ অর্জন করেছে এমন ১০ জনকে এবং এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ পাওয়া ৩ জন মেধাবী ছাত্র/ছাত্রীকে ক্রেস্ট, বৃত্তির টাকা ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার।
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী ছাত্র/ছাত্রীদের গর্বিত মা-বাবা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।