রানওয়ের কাছাকাছি পানি চলে আসায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের।
আগামী তিন দিনের জন্য বন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।