সিলেটে পুলিশের তৎপরতায় উদ্ধার মেছো বাঘ। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট জেলা পুলিশের তৎপরতায় আবারও বিশ্বনাথ থানা এলাকায় ৩ ফুট লম্বা ও ২ ফুট উচ্চতার একটি মেছো বাঘ উদ্ধার হয়েছে। মেছো বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্বনাথ থানার বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলংকারী গ্রামে ৯ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাপ্তবয়স্ক মেছো বাঘ আটক করে স্থানীয় লোকজন।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, মেছো বাঘ আটকের খবর পেয়ে তাৎক্ষণিক বিশ্বনাথ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মেছো বাঘটি নিজেদের হেফাজতে নেয়। পরে মেছো বাঘটিকে প্রকৃতির নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দিতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ খাদিমনগর জাতীয় উদ্যানে প্রাণীটিকে অবমুক্ত করবে বলে জানা গেছে।

এর আগে ৬ নভেম্বর সিলেট জেলা পুলিশের তৎপরতায় বিশ্বনাথে উদ্ধার হয় একটি মেছো বাঘ। সেটিকেও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রাণীটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।