সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এসএমপি জানিয়েছে, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক অলক কুমার দত্তের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালি মডেল থানাধীন সোবহানীঘাট পৌর মার্কেট চালিবন্দর রোডে হাতেম তায়ী সুপারশপের সামনে অভিযান চালায়।
অভিযানে মো. নাছির উদ্দিন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চাঁদপুরের হাইমচর থানার বেঙ্গুলীয়া গ্রামে। তবে বর্তমানে তিনি সিলেটের কোতোয়ালি থানার মীরাবাজার এলাকায় বাস করেন।
গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ১২ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানান, জব্দকৃত ইয়াবা বড়ি সিলেটের কাষ্টঘর এলাকা থেকে পাইকারি দামে কিনে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।
তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানিয়েছে এসএমপি।