সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার (২০ মার্চ) এ তথ্য জানানো হয়।
এসএমপি জানিয়েছে, শনিবার (১৯ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহ পরান (রহ.) থানার একটি দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে হাবীব আহমদকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজারের বড়লেখা থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শাহ পরান থানার বালুচর গয়েস মিয়ার কলোনিতে ভাড়া বাসায় থাকেন।
গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ১২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, জব্দ করা ইয়াবা বড়িগুলো সিলেট বালুচর ছড়ারপার এলাকা থেকে কিনে এনে ঘটনাস্থল এলাকাসহ সিলেটের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে এসএমপি শাহ পরান (রহ.) থানায় মামলা হয়েছে।