পিকআপ ভ্যানে ১৮টি গরু পাচারকালে তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার সদস্যরা।
গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকার মো. জসিম উদ্দিন (৩৫) ও মো. রহিছ মিয়া (৩৯) এবং হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার মো. সাদেক মিয়া (৪২)।
এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু ধর জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।