সিলেটে ক্লু লেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। যে ঘটনায় ভাই কে হত্যা করে নিজেই হয়েছিলেন মামলার বাদী। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে পুলিশ নিহত ব্যক্তির দুই ভাই এবং আরো একজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়,গত ২০ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা এলাকার সুরমা নদীর পাড়ে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পরিচয় জানতে পারে নিহত ব্যক্তি ছিলেন জালালাবাদ থানাধীন মৃত ছোয়াব আলীর ছেলে সাজ্জাদ আলী। এই ঘটনায় মামলার বাদী হয় নিহতের ছোট ভাই মো: জাহাংগীর আলী।
বিভিন্ন তদন্তে পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সাথে আপন ছোট ভাইয়ের সংশ্লিষ্টতা পায়। হত্যাকাণ্ড শেষে হত্যাকারী এবং নিহতের ছোট ভাই জাহাংগীর নিজেই লাশ গুম করার জন্য বস্তাবন্দী করে সুরমা নদীর পাড়ে ফেলে রাখেন।
পরবর্তীতে এই হত্যাকাণ্ডের জন্য এবং এর সাথে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে নিহতের ছোট ভাই জাহাংগীর আলী, বড় ভাই সিরাজ আলী এবং সাহাজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেপ্তার ব্যক্তিরা এই মুহূর্তে জেল হাজতে রয়েছেন।
পারিবারিক কলহ এবং বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বলছে পুলিশ। এছাড়াও আরো অধিকতর তদন্ত চলছে।