সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গোয়াইনঘাট থানাধীন তোয়াকুল বাজার শাহি ঈদগাহ মাঠ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মকবুল হোসেনের (৪৫) বাড়ি গোয়াইনঘাট থানা এলাকায়।
এপিবিএন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।