সিলেটের লালাবাজার ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকাল পৌনে ৪টার সময় পুলিশ পরিদর্শক মো. রাজু আহামদের নেতৃত্বে বাগিচা বাজারের জগন্নাথপুর রোডের খান ফিলিং স্টেশনের সামনে থেকে মো. শিশু মিয়া (৪৮) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশ্বানাথ থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।