সিলেটের মোগলাবাজার থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সম্প্রতি এক ব্যক্তির ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও কুখ্যাত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ সাহেব নিজ কর্মস্থল জকিগঞ্জ থেকে সিলেট শহরে প্রাইভেট কারে করে আসার সময় শ্রীরামপুর এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেট কারের চালক ও যাত্রীবেশে থাকা ৩ জন ছিনতাইকারী তাঁকে ছুরির ভয় দেখিয়ে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ, মডেম, টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম জুবায়ের আহমেদ মোগলাবাজার থানায় একটি মামলা করেন।
এ মামলার তদন্ত করে সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানার রূপক কুমার সাহার নেতৃত্বে অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহাসহ কয়েকজন পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম গতকাল বুধবার দিবাগত রাতে এসএমপির শাহ পরান থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মো. লাবলু হোসেন ( ৩৬), জুয়েল আহমদ রাহুল (২৬) ও রিয়াজ আহমদ ইমন (১৯) নামের ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, ল্যাপটপ এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি ও প্রাইভেট কার উদ্ধার করা হয়।
আসামি মো. লাবলু হোসেনের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি থানায় ও দক্ষিন সুরমা থানায় মামলা রয়েছে। আসামি জুয়েল আহমদ রাহুলের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় দুটি মামলা রয়েছে। আসামী ইমন মিয়ার বিরুদ্ধে এসএমপির শাহ পরান থানায় মামলা রয়েছে।
তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।