অতিবৃষ্টির কারণে গত ৩০ মে থেকে সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট থানার ব্যবস্থাপনায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বানভাসি লোকজনকে রান্না করা খাবার প্রদান করার পাশাপাশি শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ত্রাণ প্রদান করা হয়।
জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট এলাকায় গত ৩০ মে থেকে আজ সোমবার নাগাদ তিন সহস্রাধিক বানভাসি মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হয়।
সুরমা, কুশিয়ারাসহ গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে থানা-পুলিশ বন্যাদুর্গত বিভিন্ন পরিবারকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের অব্যাহত সহযোগিতা করে আসছে।