সিরাজগঞ্জের সলঙ্গায় ২৩৬ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
সলঙ্গা থানা-পুলিশের একটি দল গত সোমবার রাত ৩টা ৪০ মিনিটে হাটিকুমরুল গোলচত্বরে হাজী ঈমান আলী মার্কেটের সামনে ঢাকাগামী বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী যাত্রাবাহী বাস ‘শুভ বসুন্ধরা পরিবহন’ চেক করার জন্য থামানো হয়।
ওই বাসের যাত্রীদের চেক করার সময় আব্দুল ওয়াদুদকে (৩৫) আটক করা হয়। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার গেদুড়া কিশমত এলাকায়।
এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।