রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম।
ডিএমপি জানায়, সোমবার (১৩ জুন) বিকেলে শাহবাগ থানাধীন জরিপ শাহ মাজার এলাকা থেকে আসামি মো. শাহানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপকমিশনার মো. তোহিদুল ইসলাম বিপিএম (বার) জানান, একজন মাদক কারবারি বগুড়া থেকে হেরোইন বিক্রির জন্য ঢাকা মহানগর এলাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০০ গ্রাম হেরোইনসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, দেশের সীমান্তবর্তী জেলা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
আসামির বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।