চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর বিভাগের অভিযানে ১ হাজার ৪০০ ইয়াবা বড়িসহ একজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় শনিবার অভিযান চালিয়ে মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মো. সাদ্দাম কক্সবাজার জেলা শহরের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা বড়ি সংগ্রহ করে মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।