চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ১ হাজার ৯৬০টি ইয়াবা বড়িসহ দুজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হজরত বায়েজীদ বোস্তামী (রহ.)-এর মাজারের প্রবেশ গেটের সামনে থেকে আব্দুস সালাম ও মো. সোহেলকে ইয়াবা বড়ি, দুটি বাটন মোবাইল ফোন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তাঁরা পলাতক অপর ব্যক্তিসহ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।