চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ১ হাজার ৩০০ ইয়াবা বড়িসহ একজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর ডাবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমন সরকারকে আটক করা হয়।
ইমন কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা কিনে বিক্রির উদ্দেশ্যে দেওয়ানহাট মোড়ে অবস্থান নিয়েছিলেন।