ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্টিলের টিপ ছোরা জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ জুন) নগরীর কোতোয়ালি থানাধীন আট মার্চিং মোড় থেকে আসামি মো. সজীব ও মো. সাগরকে গ্রেপ্তার করা হয়।
ডিবির (উত্তর ও দক্ষিণ) উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।