চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী রেলস্টেশন এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি আয়েশা খাতুন মনির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
সিএমপির ডিবির (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে চট্টগ্রাম নগরীতে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। ডবলমুরিং থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।