চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগের অভিযানে অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে আনা ২৫টি মোবাইলসহ একজন আটক হয়েছেন।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি উত্তর বিভাগের ৩৪ নম্বর টিম চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় অভিযান চালায়।
সে অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা মোবাইলসহ মো. মুরাদকে আটক করা হয়।