চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিনজন আটক হয়েছেন।
সিএমপি ডিবির উত্তর টিম শুক্রবার বেলা ৪টা ৫ মিনিটে ডবলমুরিং থানাধীন ডিটি রোড-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক তিনজন হলেন মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, জয়নাল আবেদীন ও রুপন চাকমা ওরফে শ্যামল। তাঁদের কাছে থাকা কাচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত আমদানি নিষিদ্ধ কথিত কোবরা সাপের বিষ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা।
আটক তিনজন সংঘবদ্ধভাবে পরস্পর যোগসাজশে আমদানি নিষিদ্ধ কোবরা সাপের বিষ অবৈধ পথে বাংলাদেশে আনেন এবং বিপুল পরিমাণ আর্থিক লেনদেন করে লাভবান হওয়ার চেষ্টা করেন। তা ছাড়া তাঁদের কাছ থেকে ঝাড়ফুঁক/তন্ত্র/মন্ত্র ও বৈদ্যালিবিষয়ক উপকরণ জব্দ করা হয়।