চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) নগরীর ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া এলাকা থেকে আসামি মো. জাহেদুল আজমকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি ডিবির উপপুলিশ কমিশনার (অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলী হোসেন জানান, আসামির বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।