জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর বিভাগ।
সোমবার (২০ নভেম্বর) ডিবি জানায়, নগরীর চান্দঁগাও থানাধীন অদুর পাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. মহিউদ্দিন, মো. শাহ আলম, মো. শাহ জাহান, মো. সালাউদ্দিন ও মো. পারভেজ।
সিএমপি ডিবির (বন্দর ও পশ্চিম) উপকমিশনার মো. আলী হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চান্দঁগাও থানায় মামলা করা হয়েছে।