চট্টগ্রাম মহানগর ডিবির হেফাজতে গ্রেপ্তার ২ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ৩৫২ পিস বিভিন্ন রঙের কাপড়ের রোল এবং ২টি কাভার্ড ভ্যানসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) কোতোয়ালি থানাধীন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ পরিদর্শক হারুন অর রশিদের নেতৃত্বে টিম স্পেশালের সদস্যরা ১ জানুয়ারি কোতোয়ালি থানাধীন শাহ আমানত (রহ.) মাজার রোডস্থ (জেল রোড) মেসার্স এন ইসলাম এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে ইলিয়াস ও শাহজাহানকে ৩৫২ পিস বিভিন্ন রঙের কাপড়ের রোল, ২টি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা বন্দর থেকে আমদানি করা কাপড়ের রোল ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়ে টেরীবাজার ও ঢাকার পার্টির নিকট বিক্রয় করে দেয় মর্মে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।