চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৫ জুন) বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার থেকে আসামি জসিম উদ্দিন ওরফে ডিশ জসিমকে (৪২) গ্রেপ্তার করা হয়।
সিএমপি ডিবির (বন্দর ও পশ্চিম) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান চৌধুরী জানান, বাকলিয়া থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।