চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ১৫২ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে তিনটি ডেবিট কার্ড, দুটি মোবাইল ফোন ও ৪২ হাজার টাকা।
গত মঙ্গলবার (৯ জানুয়ারি) নগরীর খুলশী থানাধীন জিইসি মোড়সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত অফিসের সামনে থেকে আসামি মো. আলাউদ্দিন তসলিমকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি ডিবির উপপুলিশ কমিশনার মোসা. সাদিরা সুলতানা জানান, ঘটনাস্থল থেকে ১৫০ বোতল এস্কাফ সিরাপ, দুটি মোবাইল ফোন, দুটি ডেবিট কার্ডসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন বাগমনিরাম সারসন রোডের একটি বাড়ি থেকে দুই বোতল এস্কাফ সিরাপ, একটি ডেবিট কার্ড ও ৪২ হাজার টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এস্কাফ সিরাপ সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।