চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ১ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ জুন) নগরীর কোতোয়ালি থানাধীন টাইগারপাস মোড় থেকে আসামি মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ডিবির (উত্তর ও দক্ষিণ) উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে চট্টগ্রাম নগরীতে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।