চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
সিএমপি পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
সভায় সিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণের সমস্যার কথা শোনেন তিনি। এরপর সমস্যা সমাধান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সিএমপি কমিশনার। একই সঙ্গে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব থেকে পুলিশ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আবেদনের পরিপ্রেক্ষিতে সিএমপি কল্যাণ তহবিল থেকে ৫২ জন পুলিশ সদস্যকে ৮ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা, পুনাক সিএমপির পক্ষ থেকে ২১ জন পুলিশ সদস্যকে ২ লাখ ১০ হাজার টাকা এবং সিএমপি ট্রাফিক বিভাগ থেকে তিনজন পুলিশ সদস্যকে ৬০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
এ ছাড়া এটিএসআই মো. রফিক ও কনস্টেবল মো. নুরুল মোস্তফাকে অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দেন সিএমপি কমিশনার।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম (সেবা); উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।