পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা রোববার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

নগরীর দামপাড়ায় পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

এক নারী পুলিশ সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ সদস্যগণকে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার। এ সময় তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় সিএমপি আয়োজিত বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পুলিশ সদস্যগণের হাতে পুরস্কার তুলে দেন সিএমপি কমিশনার। এ ছাড়া সিএমপি কল্যাণ তহবিল থেকে ৬৭ জন পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দেন তিনি।

আজান প্রতিযোগিতায় প্রথম হওয়া পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম (সেবা); উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।