চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দামপাড়ায় সিএমপি পুলিশ লাইনস সদরদপ্তরের কনফারেন্স হলে সিএমপির মে মাসের অপরাধ পর্যালোচনা সভা হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। এতে সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন।