চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনস সদর দপ্তরের কনফারেন্স হলে বুধবার সিএমপির মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা হয়।
সভায় সভাপতি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার) পিপিএম (বার)।
সভায় সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন।
তিনি সব জোনের ডিসিদের তাঁদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন।