চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও নয়া মাজার এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবু জাহেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু জাহেদের নামে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।