চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার সদস্যরা এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন।
সোমবার (১৩ নভেম্বর) নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকা থেকে আসামি মোহাম্মদ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ জানান, একটি মামলায় মহিউদ্দিনকে এক বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। আদালত পরোয়ানা জারি করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।