চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার সদস্যরা অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন। এ সময় দুটি ছুরি ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
রোববার (১৮ জুন) বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. হৃদয় মিয়া ওরফে টারজান, মো. হৃদয় ফকির ও মো. রুবেল হোসাইন। তাঁদের মধ্যে টারজানের বিরুদ্ধে দুটি মামলা আছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।