চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ মে) নগরীর কর্ণফুলী, কোতোয়ালি, পাঁচলাইশ ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল, খুরশিদা বেগম, মো. ওয়াসিম, জসিম উদ্দিন, কাজী তানিয়া সুলতানা ও মো. নুরুল আবছারকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি জানায়, এ ছাড়া কোতোয়ালি, পাঁচলাইশ ও আকবরশাহ থানা এলাকা থেকে যথাক্রমে আসামি সিকান্দর মিয়া লিটন, মো. সামছুল আলম ও মো. সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।