পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর ও কোতোয়ালি থানার পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (১৫ মে) চট্টগ্রামের সাতকানিয়া, হালিশহর ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. নাসির উদ্দিন চৌধুরী, রাশেদা আক্তার, প্রদীপ বাবু ও আব্দুর রাজ্জাক।

হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ জানান, হালিশহর থানা এলাকা থেকে আসামি নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেক হোসেন জানান, চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকা থেকে রাশেদাকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল আহমেদ জানান, কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকা থেকে আসামি প্রদীপ ও রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।