পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নগরীর পাহাড়তলী থানাধীন পিসি রোডের বঙ্গবন্ধু গলি থেকে আসামি মো. ইফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির উপপুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান জানান, আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।