চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানা-পুলিশের তৎপরতায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি আসকারাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আ. রবের বিরুদ্ধে এক বছরের সাজা ও ৫০ লাখ টাকা জরিমানার আদেশ রয়েছে আদালতের।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।