চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।
খুলশী থানাধীন ইস্পাহানী মোড়ের কাছে আমিন সেন্টারের সামনে থেকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন আব্দুল আউয়াল নয়ন ও সাজিদ মাহমুদ সাজিদ।
দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।