ক্রাইম নিউজমেট্রোপলিটন পুলিশসিএমপি , চট্টগ্রামসিএমপির খুলশী থানার অভিযানে বিদেশি মদসহ একজন গ্রেপ্তার সিএমপি প্রতিনিধি - অক্টোবর ২৩, ২০২৩143সিএমপির খুলশী থানার অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি: সিএমপিচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার সর্দার বাহাদুর নগর এলাকার একটি বাসা থেকে সোমবার ৬০ বোতল বিদেশি মদসহ শরীফ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।শরীফের নামে খুলশী থানায় নিয়মিত মামলা করা হয়।